ভারতের বিভিন্ন জায়গার পুরাতন নাম তালিকা PDF | List of Old Names of Indian Places in Bengali
![]() |
ভারতের বিভিন্ন জায়গার পুরাতন নাম |
ভারতের ইতিহাসের অন্যতম অংশ হিসাবে ভারতের বিভিন্ন জায়গার পুরাতন নাম তালিকা PDF বা List of Old Names of Indian Places in Bengali পিডিএফটি আপনাদের সঙ্গে শেয়ার করছি | বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে ভারতের বিভিন্ন শহরের পূর্বনাম বা পূর্বতন নাম বা পুরাতন নামের তালিকা থেকে প্রশ্ন প্রায়ই আসে | নীচ থেকে তালিকাটি পড়ে নিন এবং পিডিএফটিও সংগ্রহে রাখুন |
পুরাতন নাম | বর্তমান নাম |
---|---|
পাটলীপুত্র | পাটনা |
মাদ্রাজ | চেন্নাই |
দাক্ষিণাত্য | দক্ষিণ ভারত |
আর্যাবর্ত | উত্তর ভারত |
পুন্ড্র | উত্তরবঙ্গ |
সমতট | পূর্ববঙ্গ |
অঙ্গ | ভাগলপুর |
মৎস | জয়পুর |
কাশী | বারাণসী |
ইন্দ্রপ্রস্থ / হস্তিনাপুর | দিল্লি |
মগধ | দক্ষিন বিহার |
কলিঙ্গ | উড়িষ্যা |
মহীশূর | কর্নাটক |
কোশল | অযোধ্যা |
বঙ্গ বা গৌড় | বাংলা |
কামরূপ | আসাম |
মালব | গোরক্ষপুর |
বৌলী | পুরী |
কনসি | দেরাদুন |
চেদী | বুন্দেলখন্ড |
বৎস | এলাহাবাদ |
গিরনগর | কাথিওয়াড় |
বিদর্ভ | মহারাষ্ট্র |
সৌরাষ্ট্র | গুজরাট |
বোম্বে | মুম্বাই |
রাজপুতানা | রাজস্থান |
পৌরব | পাঞ্জাব |
আলিনগর | কলকাতা |
গুরগাঁও | গুরুগ্রাম |
সাকচি | জামশেদপুর |
তুতিকোরিন | থুথুকুরী |
কোচিন | কোচি |
কর্ণাবতী | আমেদাবাদ |
রাজগৃহ | রাজগীর |
তাম্রলিপ্ত | তমলুক |
অবন্তী | মালয় |
শহীদ ও স্বরাজ দ্বীপপুঞ্জ | আন্দামান ও নিকোবর |
পুনা | পুনে |
কেপ কমরীন | কন্যাকুমারী |
পানজিম | পানাজি |
গৌহাটি | গুয়াহাটি |
বরোদা | ভাদোদরা |
ইন্ধুর | ইন্দোর |
অবন্তিকা | উজ্জয়িনী |
File Details::
File Name:ভারতের বিভিন্ন জায়গার পুরাতন নামের তালিকা
File Format: PDF
No. of Pages:2
File Size:474 KB
Click Here to Download
No comments:
Post a Comment