PSC Miscellaneous Preliminary Bengali Practice Set-4 PDF

PSC Miscellaneous Preliminary Bengali Practice Set-4 PDF

PSC Miscellaneous Preliminary Bengali Practice Set-4 PDF
Miscellaneous Preliminary Model Set
Namaskar,
আগত মিসলেনিয়াস প্রিলিমিনারী পরীক্ষার জন্য PSC Miscellaneous Preliminary Bengali Practice Set-4 PDFটি সমস্ত পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে প্রদান করা হচ্ছে |এটিতে Miscellaneous Preliminary-এর সিলেবাস অনুসারে ৭৫টি জেনারেল স্টাডিজ এবং ২৫টি গণিত থেকে প্রশ্ন দেওয়া হয়েছে | এছাড়া Practice Set-এর শেষে সব প্রশ্নের উত্তরপত্রও প্রদান করা হয়েছে |

Miscellaneous কিছু নমুনা::

1. 'মানুষ স্বভাবতই রাজনৈতিক প্রাণী’কথাটি কে বলিছিলেন ?
[a] সক্রেটিস
[b] অ্যারিস্টোটল
[c] প্লেটো
[d] কার্লমাক্স

2. তাসখন্দ বা, তাসকেন্ট কোন দেশের রাজধানী?
[a] কাজাখ-ই-স্তান
[b] উজবেক-ই-স্তান
[c] কিরগিজ-ই-স্তান
[d] রাশিয়া

3. ‘রাজ কমল ঝা’ নীচের কোন দৈনিক সংবাদপত্রের প্রধান সম্পাদক?
[a] দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
[b] দ্য হিন্দু
[c] দ্য টেলিগ্রাফ
[d] টাইমস অফ ইন্ডিয়া

4. জাতীয় অরণ্য নীতি কত সালে প্রণয়ন করা হয় ?
[a] ১৯৯৬
[b] ১৯৯২
[c] ১৯৯০
[d] ১৯৮৮

5. বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দফতর কোথায় অবস্থিত?
[a] ভিয়েনা
[b] ব্রাসেলস
[c] জেনেভা
[d] নিউইয়র্ক

6. ডেভিলস অ্যাডভােকেটবইটির লেখক কে?
[a] রাজদ্বীপ সরদেশাই
[b] করণ থাপার
[c] রাভিস কুমার
[d] বখা দত্ত

7. বার্ষিক 5% হার সুদে 5,000 টাকার 3 বছরের সুদ ও বার্ষিক 4% হার সুদে 10,000 টাকার 2 বছরের সুদ এর সমষ্টি কত?
[a] 1,550 টাকা
[b] 1,900 টাকা
[c] 1,695 টাকা
[d] 1,370 টাকা

8. ঘণ্টায় 60 কিলোমিটার বেগে গতিশীল 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি গাছকে অতিক্রম করতে কত সেকেণ্ড নেবে?
[a] 4
[b] 3
[c] 5
[d] 6

9. একটি কলম 210 টাকায় বিক্রি করে 40% লাভ হল। পেনটির ক্রয়মূল্য কত?
[a] 150 টাকা
[b] 140 টাকা
[c] 200 টাকা
[d] 170 টাকা


File Details::
File Name:Miscellaneous Preliminary Set-4
File Format: PDF
No. of Pages:10
File Size:5.40 MB

Click Here to Download

No comments:

Post a Comment