Bengali Online Mocktest : General Knowledge Part-15

Bengali Online Mocktest : General Knowledge Part-15

Bengali Online Mocktest  General Knowledge Part-15
Bengali GK Mocktest  
নমস্কার বন্ধুরা,
সমস্ত চাকরীর পরীক্ষার প্রস্তুতির জন্যই General Knowledge Bengali Mocktest-এর আয়োজন করা হয়েছে | রেলওয়ে গ্রুপ ডি, পুলিশ কনস্টেবল, সাব-ইন্সপেক্টর, পিএসসি ক্লার্কশীপ এমনকি WBCS Preliminary পরীক্ষার জন্যেও এটি উপযোগী | সুতরাং নিজের জ্ঞানকে আরো একবার যাচাই করতে এই মকটেস্টে অংশ নিন |

Bengali Mocktest : GK Part-15


  1. পরম স্কেলে জলের হিমাঙ্ক কত?

  2. 0 K
    273 K
    373 K
    173 K

  3. 'দিলওয়ারা মন্দির' ভারতের কোন রাজ্যে আছে?

  4. গুজরাট
    তামিলনাড়ু
    মধ্য প্রদেশ
    রাজস্থান

  5. 'ডান্ডিয়া' ভারতের কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য?

  6. মহারাষ্ট্র
    পাঞ্জাব
    গুজরাট
    গোয়া

  7. 'রাজমালা' গ্রন্থে ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত আছে?

  8. অসম
    ত্রিপুরা
    নাগাল্যান্ড
    মেঘালয়

  9. 'ইন্ডিয়ান ওপিনিয়ন' নামে সংবাদপত্র কে চালু করেন?

  10. জওহরলাল নেহেরু
    সুভাষচন্দ্র বসু
    সর্দার বল্লভ ভাই প্যাটেল
    মোহন দাস করমচাঁদ গান্ধী

  11. নিচের কোন হ্রদ থেকে খাদ্য লবন তৈরী করা হয়?

  12. চিল্কা
    উলার
    সম্বর
    ভেম্বানাদ

  13. ভুমধ্যসাগরীয় জলবায়ুর প্রকৃতি কীরূপ?

  14. নাতিশীতোষ্ণ
    উষ্ণ
    শীতল
    মৌসুমী

  15. ভালকানাইজেশন পদ্ধতিতে রাবারের সঙ্গে কী মেশানো হয়?

  16. সালফার
    ফসফরাস
    পটাশিয়াম
    সোডিয়াম

  17. 'কার্নোটাইট' কিসের আকরিক?

  18. ইউরেনিয়াম
    থোরিয়াম
    দস্তা
    অভ্র

  19. 'জাতীয় ক্রীড়া দিবস' কবে পালিত হয়?

  20. ৩০শে আগষ্ট
    ২০শে সেপ্টেম্বর
    ২৯শে আগষ্ট
    ৩রা অক্টোবর


❏ স্কোর দেখার পর নিচের বাটনে ক্লিক করে উত্তর দেখুন


No comments:

Post a Comment