ভারতের উল্লেখযোগ্য হ্রদ এবং তাদের অবস্থান তালিকা PDF
![]() |
ভারতের উল্লেখযোগ্য হ্রদ সমূহ |
Bengali GK হিসাবে আজ ভারতের উল্লেখযোগ্য হ্রদ এবং তাদের অবস্থান তালিকা PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি | ভারতের ভুগোলের অন্যতম একটি অধ্যায় হলো এটি | তাই যেকোনো চাকরীর পরীক্ষাতে এই অংশ থেকে প্রশ্ন এসে থাকে| সুতরাং গুরুত্বপূর্ণ হ্রদের নামের তালিকাটি পড়ে নিন এবং পিডিএফটিও সংগ্রহ করে রাখুন |
ভারতের উল্লেখযোগ্য হ্রদ সমূহ::
হ্রদের নাম | প্রকৃতি | অবস্থান |
---|---|---|
কল্লেরু হ্রদ | স্বাদুজল | অন্ধ্রপ্রদেশ |
চিল্কা হ্রদ | লবনাক্ত | উড়িষ্যা |
সম্বর হ্রদ | লবনাক্ত | রাজস্থান |
ভেম্বনাদ | লবনাক্ত | কেরালা |
পুলিকট | লবনাক্ত | অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে |
উলার | স্বাদুজল | কাশ্মীর উপত্যকা |
লোকটাক | স্বাদুজল | মনিপুর |
ডাল হ্রদ | স্বাদুজল | শ্রীনগর |
প্যাং গং হ্রদ | লবনাক্ত | লাদাখ |
রূপ কুন্ড | স্বাদুজল | উত্তরাখন্ড |
নারায়ণ সরোবর | কৃত্রিম | গুজরাট |
চন্দ্রতাল হ্রদ | স্বাদুজল | হিমাচলপ্রদেশ |
মহারানাপ্রতাপ সাগর | স্বাদুজল | হিমাচলপ্রদেশ |
অষ্টমুদি কয়াল | লবনাক্ত | কেরালা |
শিবসাগর | স্বাদুজল | মহারাষ্ট্র |
হুসেন সাগর হ্রদ | কৃত্রিম | তেলেঙ্গানা |
ভিমতাল | স্বাদুজল | উত্তরাখণ্ড |
ভোজতাল | স্বাদুজল | মধ্যপ্রদেশ |
সাংপো হ্রদ | স্বাদুজল | সিকিম |
রেনুকা | স্বাদুজল | হিমাচলপ্রদেশ |
পুস্কর হ্রদ | কৃত্রিম | রাজস্থান |
সুখনা হ্রদ | কৃত্রিম | চন্ডিগড় |
কালিভেলি | লবনাক্ত | তামিলনাড়ু |
হিমাযুত সাগর | কৃত্রিম | হায়দ্রাবাদ |
তাওয়া জলাশয় | কৃত্রিম | মধ্যপ্রদেশ |
ওসমান সাগর | কৃত্রিম | হায়দ্রাবাদ |
কাঞ্জিয়া হ্রদ | স্বাদুজল | উড়িষ্যা |
হারিকে জলাভূমি | স্বাদুজল | পাঞ্জাব |
বেলাসাগর | স্বাদুজল | উত্তরপ্রদেশ |
গোবিন্দ বল্লভ পান্ট সাগর | কৃত্রিম | উত্তরপ্রদেশ |
ইন্দিরা সাগর | *** | মধ্যপ্রদেশ |
সর্দার সরোবর | *** | গুজরাট,রাজস্থান |
নাগার্জুন সাগর | *** | তেলেঙ্গানা |
চানডুবি | *** | আসাম |
ব্রহ্ম সরোবর | *** | হরিয়ানা |
কুট্টনাদ | *** | কেরালা |
File Details::
File Name:ভারতের উল্লেখযোগ্য হ্রদ
File Format: PDF
No. of Pages:2
File Size:399 KB
Click Here to Download
No comments:
Post a Comment