বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা PDF :
Hello Friends,Bengali Static Gk-এর অংশ হিসাবে বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ তালিকা PDFটি শেয়ার করছি | কারণ কিছু কিছু সরকারি চাকরীর পরীক্ষায় এই তালিকা থেকে প্রশ্ন আসে | যেমন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ইত্যাদি | আর এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর করতে এই তালিকাটি পড়ে নিন এবং পিডিএফটি ডাউনলোড করে নিন |
বিভিন্ন ক্ষেত্র | প্রথম পুরুষের নাম |
---|---|
গভর্নর জেনারেল | ওয়ারেন হেস্টিংস |
ভাইসরয় | লর্ড ক্যানিং |
জাতীয় কংগ্রেসের সভাপতি | উমেশচন্দ্র ব্যানার্জি |
জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতি | বদরুদ্দিন তায়াবজি |
ভারতীয় গভর্নর জেনারেল | রাজাগোপালাচারি |
রাষ্ট্রপতি | রাজেন্দ্র প্রসাদ |
উপরাষ্ট্রপতি | সর্বপল্লী রাধাকৃষ্ণন |
শিক্ষামন্ত্রী | আবুল কালাম আজাদ |
প্রধানমন্ত্রী | জওহরলাল নেহেরু |
উপপ্রধানমন্ত্রী | সর্দার বল্লভভাই প্যাটেল |
মুসলিম রাষ্ট্রপতি | ড. জাকির হোসেন |
মুখ্য নির্বাচন কমিশনার | সুকুমার সেন |
লোকসভার অধ্যক্ষ | জি. ভি. মাভলাঙ্কার |
প্রধান বিচারপতি | হরিলাল জে কানিয়া |
আই. সি. এস উত্তীর্ণ | সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় |
আই. সি. এস অফিসার | সত্যেন্দ্রনাথ ঠাকুর |
কমান্ডার ইন চিফ জেনারেল | কে. এম. কারিয়াপ্পা |
চিফ অফ আর্মি স্টাফ জেনারেল | রাজেন্দ্রসিংজি জাদেজা |
চিফ অফ নাভাল স্টাফ | রাম দাস কাটারি |
এয়ার চিফ মার্শাল | সুব্রত মুখার্জী |
লোকসভার বিরোধী দলনেতা | এ. কে. গোপালন |
মহাকাশচারী | রাকেশ শর্মা |
মহাকাশ পর্যটক | সন্তোষ জর্জ কুলাঙ্গারা |
নোবেল পুরস্কার প্রাপক | রবীন্দ্রনাথ ঠাকুর |
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক | জি. শঙ্কর কুরূপ |
ম্যাগসেসে পুরস্কার প্রাপক | আচার্য বিনোবা ভাবে |
অর্থনীতিতে নোবেল প্রাপক | অমর্ত্য সেন |
নোবেল শান্তি পুরস্কার প্রাপক | কৈলাশ সত্যার্থী |
পরমবীর চক্র প্রাপক | মেজর সোমনাথ শর্মা |
ভারতরত্ন পুরস্কার প্রাপক | রাধাকৃষ্ণন রাজাগোপালাচারী সি.ভি. রমন |
অস্কার পুরস্কার প্রাপক চলচ্চিত্র পরিচালক | সত্যজিত রায় |
ভারতীয় পাইলট | জে আর ডি টাটা |
আন্টার্কটিকা বিজয়ী | লেফটেন্যান্ট রামচরণ |
দক্ষিন মেরু বিজয়ী | জে কে বাজাজ |
উত্তর মেরু বিজয়ী | জগন্নাথন শ্রীনিবাসারাঘবন |
ইংলিশ চ্যানেল অতিক্রমকারী | মিহির সেন |
অক্সিজেন ছাড়া মাউন্ট এভারেস্ট জয়ী | শেরপা ফু দোরজি |
বিশ্ব বিলিয়ার্ডস ট্রফি বিজেতা | উইলসন জোনস |
মিস্টার ইউনিভার্স | মনোতোষ রায় |
মিস্টার ওয়ার্ল্ড | রোহিত খান্ডেলওয়াল |
অলিম্পিকে সোনা জয়ী | অভিনব বিন্দ্রা |
টেস্ট ক্রিকেট অধিনায়ক | সি কে নাইডু |
ওয়ান ডে ক্রিকেট অধিনায়ক | অজিত ওয়াদেকর |
টেস্ট ক্রিকেটে শতরান | লালা অমরনাথ |
ওয়ান ডে ক্রিকেটে শতরান | কপিল দেব |
টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক | হরভজন সিং |
ওয়ান ডে ক্রিকেটে হ্যাটট্রিক | চেতন শর্মা |
File Details::
File Name: বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় পুরুষ
File Format: PDF
No. of Pages:3
File Size:461 KB
Click Here to Download
No comments:
Post a Comment