বিভিন্ন দেশের স্থানান্তর কৃষি পদ্ধতির নামের তালিকা PDF :
Bengali Gk এবং ভুগোলের অংশ হিসাবে বিভিন্ন দেশের স্থানান্তর কৃষি পদ্ধতির নামের তালিকাটি শেয়ার করছি বাংলা ভাষায় | চাকরীর পরীক্ষাতে স্থানান্তর কৃষি থেকে প্রশ্ন সাধারনত এসেই থাকে | অর্থাৎ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যায় বাংলা জিকে বা সাধারণ জ্ঞানের | ইংরাজিতে একে 'Shifting Cultivation' বলা হয়ে থাকে |
তাই দেরী না করে নীচ থেকে তালিকাটি পড়ে নিন এবং প্রয়োজনে পিডিএফটিও সংগ্রহ করে নিন বিনামূল্যে
দেশের নাম | স্থানান্তর কৃষির নাম |
---|---|
ভারত | ঝুম(উত্তর-পূর্ব পাহাড়ি অঞ্চল), পোড়ু(উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ), দীপা (মধ্য প্রদেশ), কুমারী (কেরল) |
বাংলাদেশ | ঝুম |
শ্রীলঙ্কা | চেনা |
ব্রাজিল | রোকা |
মালেশিয়া | লাডাং, লায়রান |
ভেনেজুয়েলা | কোনুকো |
কঙ্গো | মাসোলে |
মেক্সিকো | মিলপা, কোমিল |
ইন্দোনেশিয়া | হুমা |
মায়ানমার | টাঙ্গিয়া, তোন্যক |
ফিলিপাইন | কেইঞ্জিন |
থাইল্যান্ড | তামরাই |
দক্ষিন আফ্রিকা | ফ্যাঙ |
সুদান | নামাসু |
পূর্ব আফ্রিকা | লোগন |
মাদাগাস্কার | তাবী |
ভিয়েতনাম | রে |
লাওস | হে |
জাম্বিয়া জিম্বাবোয়ে উগান্ডা | চেতেমনী |
File Details::
File Name:স্থানান্তর কৃষি পদ্ধতির নাম
File Format: PDF
No. of Pages:1
File Size:389 KB
Click Here to Download
No comments:
Post a Comment