General Science Bengali PDF Part-3 for Railway Group D :
![]() |
General Science-সাধারণ বিজ্ঞান |
রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য General Science Bengali PDF Part-3 আপনাদের দিচ্ছি | যেটিতে Railway Group D পরীক্ষাতে আসার মতো গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান থেকে বাংলায় প্রশ্ন এবং সঙ্গে উত্তর দেওয়া হয়েছে | পরীক্ষাতে ভালো নাম্বার পেয়ে পাশ করতে হলে জেনারেল সাইন্সে একটু পারদির্শী হওয়া খুবই দরকারী | রেলের গ্রুপ ডি ছাড়াও NTPC সহ অন্যান্য পরীক্ষার প্রস্তুতিতেও বিশেষ উপযোগী এই পিডিএফ |
সুতরাং দেরী না করে নীচ থেকে General Science Bengali PDFটি ডাউনলোড করে নিন বিনামূল্যে এবং পড়তে থাকুন যখন খুশী বাড়িতে বসেই |
General Science নমুনা প্রশ্ন-উত্তর:
1.দেহের কোন অংশকে ‘Biochemical Laboratory' বলে — যকৃৎ2. দেহের মোট পেশির সংখ্যা কত —640টি
3. মূলবিহীন একটি সপুষ্পক উদ্ভিদের নাম বলুন — Utricularia vulgaris.
4. 'Father of plant physiology' কোন বিজ্ঞানীকে বলে — স্টিফেন হেলস
5. সুন্দরবন দিবস কবে পালিত হয় —3রা জুন
6. B-complex মধ্যস্থ কোনটি ভিটামিন H— B8 (বায়োটিন)
7. কোন উৎসেচক শিশুদেহে দুগ্ধ প্রোটিন পরিপাক করে — রেনিন
8. মস্তিষ্কের কোন প্রকোষ্ঠে পিটুইটারী অবস্থান করে — সেল্লা টারসিকা
9. প্লাসমোডিয়ামের কোন দশাকে ‘ফিডিং ফেজ’ বলে —ট্রফোজয়েট
10. কোন যন্ত্রাংশের সাহায্যে রেশম মথের সূতো নির্গত করা হয় — স্পিনারেট নামক যন্ত্রাংশের সাহায্যে
11. PABA কী — Para Amino Benzoic Acid
12. কোন বিজ্ঞানী 'Taxon' শব্দের প্রচলন করেন— বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস
13. Red data Book' কীসের তথ্য নির্দেশ করে — বিপন্ন (threatened) প্রাণী ও উদ্ভিদ
14. ভারতের প্রথম জিন প্রযুক্তিজাত উদ্ভিদ কোনটি — বিটি কটন
15. লাইকেন কোন ধরণের দুষণের সূচক — বায়ুদূষণ
16. সাপ সম্পর্কে পড়াশোনাকে কী বলে— হার্পেটোলজি
17. WCMC এর সম্পূর্ণ নাম কী —World Conservation Monitoring Centre.
18. দুধের কেসিন রাসায়নিকভাবে কী জাতীয় — প্রোটিন
19. উটের কুঁজ কীসের গঠন—অ্যাডিপোজ কলা
20. নতুন পরিবেশে উদ্ভিদের অবস্থান ও অভিযোজনকে কী বলে — Ecesis.
21. শিম্পাঞ্জি গড়ে কত বছর বাঁচে — 44 বছর
22. স্তন্যপায়ী প্রাণীদের ভ্রূণ অবস্থায় হৃৎপিণ্ডের অন্তঃঅলিন্দ প্রাচীরের অস্থায়ী ছিদ্রকে কী বলে — ফোরামেন অফ ওভেল
23. কোন যন্ত্রের সাহায্যে BMR নির্ণয় করা হয় — বেনেডিক্ট রথ যন্ত্র
24. হাতি ও গণ্ডারের গর্ভকাল কতদিন — 624 দিন ও 540 দিন
25. পৃথিবীর আদিমতম সরীসৃপ কোনটি— স্ফেনোডন
26. কোন পাখির ডানার স্পন্দন সবথেকে বেশি —হামিং বার্ড
27. উল্টানো পিরামিড, জীবভর পিরামিড কোন বাস্তুতন্ত্রে পাওয়া যায়— বনভূমি ও মিষ্টি জলাধারে
28. ‘বায়োস্ফিয়ার’ ধারণার প্রবক্তা কে—সুয়েস
29. ব্যাক্টেরিয়ার অতিরিক্ত চক্রাকার DNA-কে কী বলে — প্লাসমিড
সম্পূর্ণ পিডিএফটি সংগ্রহ করে নিন
File Details::
File Name:General Science Part-3
File Format: PDF
No. of Pages:2
File Size:643 KB
Click Here to Download
No comments:
Post a Comment