SAARC General Knowlege in Bengali PDF || সার্ক সম্পর্কিত জিকে || সার্কের বিভিন্ন সম্মেলন

SAARC General Knowlege in Bengali PDF || সার্ক সম্পর্কিত জিকে || সার্কের বিভিন্ন সম্মেলন:

SAARC General Knowlege in Bengali PDF || সার্ক সম্পর্কিত জিকে || সার্কের বিভিন্ন সম্মেলন
SAARC /সার্ক সম্পর্কিত জিকে 
নমস্কার বন্ধুরা,
বিশ্ব সাধারণ জ্ঞান বা World Gk-এর একটি অন্যতম অংশ হিসাবে SAARC General Knowlege in Bengali PDF || সার্ক সম্পর্কিত জিকে PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি | কারণ বিভিন্ন Competitive Exam-এ এই অংশ থেকে প্রশ্ন আসতে দেখা যায় | এটিতে আপনারা সার্ক সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিকে এবং তার সঙ্গে সার্কের মহাসচিবগনের তালিকা এবং সার্কের বিভিন্ন অধিবেশন বা সম্মেলনের বিশদ তথ্য তালিকা আকারে প্রদান করা হলো | সুতরাং দেরী না করে পিডিএফটি ডাউনলোড করে নিন এবং প্রস্তুতি নিতে থাকুন |

❏ সার্ক বা SAARC-এর পুরো কথা কী?
Ans:- South Asian Association for Regional Co-operation, যার বাংলা অর্থ- 'দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা'

❏ সার্কের ধারণা প্রথম কে দেন?
Ans:-১৯৭৯ সালে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান

❏ কবে আনুষ্ঠানিকভাবে সার্ক গঠিত হয়?
Ans:-১৯৮৫ সালের ৮ই ডিসেম্বর

❏ সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ans:-নেপালের কাঠমান্ডুতে

❏ সার্কের সদর দপ্তর কবে এবং কে উদ্বোধন করেন?
Ans:-১৯৮৭ সালের ৭ই জানুয়ারী নেপালের প্রখ্যাত রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ দেব

❏ সার্কের উদ্দেশ্য কী?
Ans:-দক্ষিন এশিয়ার জনগনের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিকাশের মাধ্যমে তাদের জীবনের মান উন্নয়ন ঘটানো

❏ সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
Ans:-বাংলাদেশের আবুল আহসান

❏ সার্কের প্রথম চেয়ারম্যান কে ছিলেন?
Ans:-এইচ. এম. এরসাদ

❏ সার্কের সদস্য সংখ্যা কত এবং করা সার্কের সদস্য?
Ans:-সার্কের সদস্য সংখ্যা ৮ | তারা হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান

❏ সার্কের সর্বশেষ সদস্য দেশ কোনটি ?
Ans:-আফগানিস্তান (২০০৭ সালের ৩রা এপ্রিল)

❏ সার্কের পর্যবেক্ষক মর্যাদা প্রদান করা হয়েছে কোন কোন দেশ বা সংস্থাকে?
Ans:-চীন, জাপান,যুক্তরাষ্ট্র,দ.কোরিয়া, ইরান,মরিশাস, মিয়ানমার,অষ্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নকে

❏ সার্ক তার সদস্য দেশ গুলিকে কত গুলি ক্ষেত্রে সহযোগিতা করে?
Ans:-১৩টি ক্ষেত্রে

❏ বাংলাদেশে মোট কতবার সার্কের অধিবেশন বা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
Ans:-মোট ৩ বার (১৯৮৫, ১৯৯৩ এবং ২০০৫)

❖সার্কের আঞ্চলিক কেন্দ্রসমূহ এবং তাদের অবস্থান

►কৃষিবিষয়ক কেন্দ্র➜ঢাকা, বাংলাদেশ
►আবহাওয়া গবেষণা কেন্দ্র➜ঢাকা, বাংলাদেশ
►যক্ষ্মা ও এইচআইভি/এইডস কেন্দ্রকাঠমুন্ডু, নেপাল
►নথিপত্রকরণ কেন্দ্র➜নয়া দিল্লি, ভারত
►মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র➜ইসলামাবাদ, পাকিস্তান
►উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রমালদ্বীপ
►তথ্য কেন্দ্রনেপাল
►শক্তি কেন্দ্র➜পাকিস্তান
►দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র➜ভারত
►বন গবেষণা কেন্দ্র➜থিম্পু,ভুটান
►সাংস্কৃতিক কেন্দ্র➜কলম্বো,শ্রীলঙ্কা

সার্কের মহাসচিবগনের তালিকা 


নংমহাসচিবদেশসময়কাল
১.আবুল আহসানবাংলাদেশ   ১৬ জানুয়ারি, ১৯৮৫-
১৫ অক্টোবর, ১৯৮৯
২.কান্ত কিশোর ভার্গবভারত১৭ অক্টোবর, ১৯৮৯-
৩১ ডিসেম্বর, ১৯৯১
৩.ইব্রাহীম হুসাইন জাকীমালদ্বীপ১ জানুয়ারি, ১৯৯২-
৩১ ডিসেম্বর, ১৯৯৩
৪.যাদব কান্ত সিলওয়ালনেপাল১ জানুয়ারি, ১৯৯৪-
৩১ ডিসেম্বর, ১৯৯৫
৫.নাঈম ইউ. হাসানপাকিস্তান১ জানুয়ারি, ১৯৯৬-
৩১ ডিসেম্বর, ১৯৯৮
৬.নিহাল রডরিগোশ্রীলঙ্কা১ জানুয়ারি, ১৯৯৯-
 ১০ জানুয়ারি, ২০০২
৭.কিউ. এ. এম. এ. রহিমবাংলাদেশ১১ জানুয়ারি, ২০০২-
২৮ ফেব্রুয়ারি, ২০০৫
৮.লিয়নপো চেনকিয়াব দর্জিভুটান১ মার্চ, ২০০৫-
২৯ ফেব্রুয়ারি, ২০০৮
৯.শীল কান্ত শর্মাভারত১ মার্চ, ২০০৮-
২৮, ফেব্রুয়ারি, ২০১১
১০.ফাতিমা দিয়ানা সাঈদমালদ্বীপ১ মার্চ, ২০১১-
১১ মার্চ, ২০১২
১১.আহমেদ সেলিমমালদ্বীপ১২ মার্চ, ২০১২-
২৮ ফেব্রুয়ারি, ২০১৪
১২.অর্জুন বাহাদুর থাপানেপাল১ মার্চ ২০১৪
১৩.আমজাদ হোসেন সিয়ালপাকিস্তান১ মার্চ ২০১৭--

সার্কের বিভিন্ন সম্মেলন বা অধিবেশন 


নংস্থানতারিখ
১.ঢাকা৭-৮ ডিসেম্বর, ১৯৮৫
২.ব্যাঙ্গালোর১৬-১৭ নভেম্বর, ১৯৮৬
৩.কাঠমান্ডু২-৪ নভেম্বর, ১৯৮৭
৪.ইসলামাবাদ২৯-৩১ ডিসেম্বর, ১৯৮৮
৫.মালে২১-২৩ নভেম্বর, ১৯৯০
৬.কলম্বো২১ ডিসেম্বর, ১৯৯১
৭.ঢাকা১০-১১ এপ্রিল, ১৯৯৩
৮.নয়াদিল্লি২-৪ মে, ১৯৯৫
৯.মালে১২-১৪ মে, ১৯৯৭
১০.কলম্বো২৯-৩১ জুলাই, ১৯৯৮
১১.কাঠমান্ডু৪-৬ জানুয়ারি, ২০০২
১২.ইসলামাবাদ২-৬ জানুয়ারি, ২০০৪
১৩.ঢাকা১২-১৩ নভেম্বর, ২০০৫
১৪.নয়াদিল্লি৩-৪ এপ্রিল, ২০০৭
১৫.কলম্বো১-৩ আগস্ট, ২০০৮
১৬.থিম্পু২৮-২৯ এপ্রিল, ২০১০
১৭.আদ্দু১০-১১ নভেম্বর, ২০১১
১৮.কাঠমান্ডু২৬-২৭ নভেম্বর, ২০১৪
১৯.ইসলামাবাদ১৫-১৯ নভেম্বর ২০১৬
(কাশ্মীর হামলার কারণে বাতিলহয়)


File Details::
File Name: SAARC General Knowledge in  Bengali
File Format: PDF
No.of Pages:3
File Size:748 KB

Click Here to Download

No comments:

Post a Comment